সাতক্ষীরায় স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/04/06/shatkhira-news-pic_0.jpg)
সাতক্ষীরায় যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তারকৃত যুবক লাজিম। ছবি : এনটিভি
সাতক্ষীরার দেবহাটা উপজেলায় দশম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে লাজিম নামের এক যুবককে গ্রেপ্তার করেছে দেবহাটা থানা পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাতে লাজিমকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা মামলার বরাত দিয়ে জানান, আভিযুক্ত লাজিম ওই স্কুলছাত্রীকে প্রায়ই উত্ত্যক্ত করতেন। এ বিষয়ে তাঁর অভিভাবকের কাছে অভিযোগ দিয়েও কোনো লাভ হয়নি। গত রোববার বিকেলে বাড়িতে কেউ না থাকার সুযোগে লাজিম ওই স্কুলছাত্রীর ঘরে ঢুকে ধর্ষণ করেন। পরে মেয়েটির চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে লাজিম পালিয়ে যান।
ওসি জানান, অভিযুক্ত লাজিমকে গতকাল রাতে গ্রেপ্তারের পর আজ জেলহাজতে পাঠানো হয়েছে। মেয়েটির ডাক্তারি পরীক্ষাও করানো হয়েছে।