সাতক্ষীরা মেডিকেলে করোনা আক্রান্ত ও উপসর্গে দুজনের মৃত্যু

করোনা আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে সাতক্ষীরা জেলার নজরুল ইসলাম (৭৫) করোনায় আক্রান্ত হয়ে এবং উপসর্গে যশোরের ইসমাইল হোসেন (৬০) হাসপাতালের আইসোলেশনে মারা যান।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রফিকুল ইসলাম জানান, গত ১০ জুলাই জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে আইসোলেশনে ভর্তি হন নজরুল ইসলাম। পরের দিন তাঁর নমুনা সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল্যাবে পাঠালে গতকাল রিপোর্ট পজিটিভ আসে। আজ ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ডা. রফিকুল ইসলাম আরো জানান, আজ ভোরে করোনার উপসর্গ নিয়ে মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন ইসমাইল হোসেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি সকাল সাড়ে ৯টার দিকে মারা যান। তাঁর নমুনা সংগ্রহ করা হয়েছে।
এ নিয়ে সাতক্ষীরায় করোনা আক্রান্ত হয়ে আজ পর্যন্ত ১২ জন মারা গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।