সারা দেশে যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে ‘যুব সমাবেশ’ আয়োজন করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে কোরআন তিলাওয়াত, জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়। এ সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক শোডাউন করে যুবদল।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশেই সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী যুবদল। এনটিভি প্রতিনিধিদের পাঠানো খবর
ফরিদপুর থেকে সঞ্জিব দাস জানান, জাতীয়তাবাদী যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ মিছিল ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আজ বিকেলে জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে শহরের ব্রাহ্মসমাজ সড়ক থেকে আনন্দ মিছিল বের করা হয়। আনন্দ মিছিল শেষে ফরিদপুর প্রেসক্লাবের সামনে সমাবেশ করা হয়।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় ফরিদপুর মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরীজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাহবুবুল হাসান ভুঁইয়া পিংকু।
প্রতিষ্ঠাবার্ষিকীর এসব কর্মসূচিতে যুবদলসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য দেন।
কিশোরগঞ্জ থেকে মারুফ আহমেদ জানান, মিছিল, আলোচনা সভা ও কেককাটার মধ্য দিয়ে জাতীয়তাবাদী যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শহরের বিভিন্ন এলাকা থেকে যুবদলের নেতাকর্মীরা মিছিল নিয়ে স্টেশন রোডের দলীয় কার্যালয়ে সমবেত হয়।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক খসরুজ্জামান শরীফের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম।
জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসাইনের পরিচালনায় সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল আলম ও আমিনুল ইসলাম আশফাক, জেলা বিএনপির অর্থ সম্পাদক দেলোয়ার হোসেন দিলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি বাহার মিয়া, জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি মোশতাক আহমেদ শাহিন, সহসভাপতি মনিরুজ্জামান মিয়া ও জীবন চন্দ্র দাস, যুগ্ম সাধারণ সম্পাদক নূরুল ইসলাম রুবেল, সাংগঠনিক সম্পাদক তারিকুজ্জামান পার্নেল, পৌর যুবদলের আহ্বায়ক আলমগীর হোসেন, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক হুমায়ুন কবীর ও সদস্য সচিব শাহ আলম। আলোচনা সভা শেষে নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।
ময়মনসিংহ থেকে আইয়ুব আলী জানান, নানা আয়োজনে জাতীয়তাবাদী যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আজ দুপুরে জেলা যুবদল শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। পরে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবলু, যুবদল সভাপতি রুকনুজ্জামান রুকন, সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম রাজু প্রমুখ। পরে মহানগর যুবদলও অনুরূপ কর্মসূচি পালন করে।
মাদারীপুর থেকে এম আর মুর্তজা জানান, নানা আয়োজনের মধ্য দিয়ে যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আজ সকালে মাদারীপুর প্রেসক্লাবের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে শহরের ডিসি ব্রিজ এলাকায় পথ হয়।
পথসভায় মাদারীপুর জেলা যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান ফুকুর সভাপতিত্বে বক্তব্য দেন জেলা বিএনপি নেতা নজরুল ইসলাম লিটু, মজিবুর রহমান হাওলাদার, সালাম মুন্সি, মারুফ খান, জেলা যুবদলনেতা কামাল সরদার, জেলা ছাত্রদলনেতা রফিকুল ইসলাম রোমান, শিবচর উপজেলা যুবদলনেতা জসিম মৃধা, কাদের শিকদার, রাজৈর উপজেলা যুবদলনেতা জীবন বোস প্রমুখ।
সভায় বক্তারা খালেদা জিয়ার মুক্তির দাবি জানান। তারা নিত্যপণ্যের দাম কমানোসহ সরকারের পদত্যাগ দাবি করেন। পাশাপাশি আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করার দাবি জানান।
নড়াইল থেকে এম মুনীর চৌধুরী জানান, আলোচনা সভা, কেককাটা ও নিহত যুবদল নেতাদের পরিবারকে সম্মাননা স্মারকসহ উপহারসামগ্রী প্রদানের মধ্য দিয়ে নড়াইলের লোহাগড়ায় যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
লোহাগড়া উপজেলা যুবদলের আয়োজনে আজ দুপুরে লোহাগড়া কমিউনিটি সেন্টারে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।
লোহাগড়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুজ্জামান তারিকের সভাপতিত্বে এবং সদস্য সচিব আহাদুজ্জামান বাটুর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গত সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনের বিএনপি মনোনয়নপ্রাপ্ত সংসদ সদস্য পদপ্রার্থী শরীফ কাসাফুদ্দোজা কাফী।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির দপ্তর সম্পাদক ও উপজেলা বিএনপির সদস্য সচিব টিপু সুলতান, লোহাগড়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও জেলা বিএনপির সাবেক যুববিষয়ক সম্পাদক জাহিদুল হক জাহিদ, জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ও জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সালেহা বেগম, লোহাগড়া পৌর মহিলা দলের সভাপতি পৌর কাউন্সিলর খালেদা জামান, লোহাগড়া উপজেলা বিএনপির সদস্য মফিজুর রহমান, লোহাগড়া পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শামসুল হক আজাদ, পৌর বিএনপির আহ্বায়ক সদস্য মুসা মোল্যা, জেলা কৃষকদলের সদস্য সচিব এনামুল কবির চন্দন, জয়পুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হান্নান মোল্যা, সাধারণ সম্পাদক সেলিম রেজা লিটু, জেলা যুবদলের সহসাংগঠনিক সম্পাদক সৈয়দ আহাদুল আলম, লোহাগড়া পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল রানা লাক্সমি, যুগ্ম আহ্বায়ক মুজতাহিদুর রহমান আমিন, ইব্রাহিম মোল্যা, শাহিন মাহমুদ, শরিফুল ইসলাম, সৈয়দ মহব্বত আলী, মোল্যা কিসমত মেম্বার, জেলা ছাত্রদলের সহসভাপতি তাজিম উদ্দিন চঞ্চল ও নবাব রাব্বি, যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী তাইবুল হাসান, লোহাগড়া সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ ইসলাম, যুগ্ম আহ্বায়ক নাঈম শরীফ, লোহাগড়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাহবুবুর রহমান রাজ, সাবেক যুগ্মসাধারণ সম্পাদক অনিক হোসেন নয়ন, মল্লিকপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি লিমন গাজী, নলদী ইউনিয়ন যুবদল নেতা রাজু আহমেদ, সুজন শেখ, ইমরান মুসল্লি, রিয়াজ শেখ, জাহিদুর রহমান, মাহফুজুর রহমান, স্বেচ্ছাসেবক দল নেতা ইকরাম মোল্যা, পলাশ মোল্যা, রিয়াজ, ইমনসহ দলীয় নেতাকর্মীরা।
বক্তারা বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ থেকে আন্দোলন-সংগ্রাম করতে হবে।
এ ছাড়া বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করেন বক্তারা।