সিরাজগঞ্জে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৩
সিরাজগঞ্জের বেলকুচি থেকে ডাকাতি ও হত্যার পরিকল্পনাকারী তিনজনকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ। এসময় একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান, একটি ম্যাগজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
আজ মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল তাঁর নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
এর আগে গতকাল সোমবার বিকেলে বেলকুচি উপজেলার চর সমেশপুর গ্রামে ইডি ফুড রিভারের সামনে থেকে তাঁদের আটক করা হয়। আটককৃতরা ডাকাতদলের সদস্য।
আটককৃতরা হলেন- সিরাজগঞ্জ বেলকুচির পৌর এলাকার জিধুরী উত্তরপাড়া মহল্লার মৃত সোবহান প্রামানিকের ছেলে ডাকাত সর্দার মন্তাজ আলী প্রামানিক (২৮), বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের মাইঝাইল গ্রামের গোলজার হোসেনের ছেলে আলী হাসান (২৭) ও ধুকুরিয়া বেড়া ইউনিয়নের চর নবিপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে লিখন (২২)।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, ‘আটকরা আগ্নেয়ান্ত্র নিয়ে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কসহ বিভিন্ন স্থনে নিয়মিত ডাকাতি কার্যক্রম চালাত। ১৭ অক্টোবর বিকেলে সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের একটি দল সিরাজগঞ্জ সদর ও বেলকুচি উপজেলায় মাদক ও চোরাচালানে বিশেষ অভিযান চালায়। বিকেলে বেলকুচি উপজেলার চর সমেশপুর গ্রামে ইডি ফুড রিভারের সামনে দিয়ে যাওয়ার সময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে ৬-৭ জন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে ডিবি পুলিশ ধাওয়া করে তিনজনকে আটক করে।’
পুলিশ সুপার আরও বলেন, ‘আটককৃতদের জিজ্ঞাসাবাদে তাঁরা জানায়, আগ্নেয়ান্ত্র দিয়ে তিন লাখ টাকার বিনিময়ে পূর্ব পরিকল্পনা অনুযায়ী এক বিশিষ্ট ব্যক্তিকে হত্যা করবে এবং একটি বিকাশের দোকানে ডাকাতি করার জন্য একত্রিত হয়েছিল। পরে আটকদের তথ্যের ভিত্তিতে বেলকুচি পৌর এলাকার জিধুরী উত্তপাড়া মহল্লা ও তামাই মধ্যপাড়া গ্রাম থেকে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান, একটি ম্যাগজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।’
পুলিশ সুপার বলেন, ‘সেই বিশিষ্ট ব্যক্তি রাজনৈতিক দলের নেতা অথবা ব্যবসায়ী কি না তা তদন্তের স্বার্থে নাম প্রকাশ করছি না।’
ওই হত্যার পরিকল্পনাকারীকে চিহ্নিত করা হয়েছে এবং তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে বলেও পুলিশ সুপার জানান।