সিরাজগঞ্জে ইউপি সদস্য প্রার্থীর মৃত্যু
সিরাজগঞ্জের শাহজাদপুরে সাইদুল ইসলাম (৪৮) নামের এক ইউপি সদস্য (মেম্বার) প্রার্থীর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। তিনি শাহজাদপুর উপজেলার ১২ নম্বর নড়িনা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে মোরগ প্রতীকে মেম্বর পদপ্রার্থী ছিলেন।
আজ শনিবার ভোররাতে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ওই প্রার্থী মারা যান।
মৃত ইউপি সদস্য পদপ্রার্থী সাইদুল ইসলাম শাহজাদপুর উপজেলার নড়িনা দক্ষিণপাড়া গ্রামের মৃত আজিজল সরদারের ছেলে।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. শহিদুল ইসলাম জানান, ইউপি সদস্য প্রার্থী সাইদুল ইসলাম আজ শনিবার ভোর রাতে নিজবাড়িতে হৃদরোগে আক্রান্ত হন। পরে তাকে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ওয়ার্ডে মোট পাঁচজন মেম্বর পদপ্রার্থী ছিলেন। এর মধ্যে একজন মারা গেলেও চারজন প্রতিদ্বন্দ্বী থাকায় আগামীকাল রোববার নির্বাচন অনুষ্ঠিত হবে।