সিরাজগঞ্জে নিখোঁজের এক দিন পর নরসুন্দরের মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের এনায়েতপুরের রূপনাই এলাকার নেপিয়ার ঘাসক্ষেত থেকে নরসুন্দরের মরদেহ উদ্ধার করে পুলিশ। ছবি : এনটিভি
নিখোঁজের এক দিন পর সিরাজগঞ্জের এনায়েতপুরে এক নরসুন্দরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে রূপনাই এলাকার ঘাসক্ষেত থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মানিক শীল (৩৬) এনায়েতপুর থানার শিবপুর গ্রামের গজেন শীলের ছেলে।
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, এনায়েতপুর থানার শিবপুর বাজারে নরসুন্দরের কাজ করা মানিক গত শনিবার সকালে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। আজ সকালে রূপনাই নেপিয়ার ঘাসের ক্ষেতে তার মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত মানিকের মরদেহ উদ্ধার করে। তবে ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা তা ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।