সিরাজগঞ্জে স্বাস্থ্যবিধি না মানায় প্রায় দেড় লাখ টাকা জরিমানা
ঈদুল আজহার পর সরকারঘোষিত কঠোর বিধিনিষেধের প্রথম দিন স্বাস্থ্যবিধি না মানায় সিরাজগঞ্জে ৮৬ জনকে জরিমানা করেছেন জেলা প্রশাসনের মোবাইল কোর্ট।
জেলা প্রশাসন গঠিত করোনা সেলের দায়িত্বে নিয়োজিত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান গতকাল শুক্রবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।
মাসুদুর রহমান জানান, গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত জেলার রায়গঞ্জ, তাড়াশ, উল্লাপাড়া, বেলকুচি, চৌহালী, শাহজাদপুর, কামারখন্দ ও সদর উপজেলায় ১০টি মোবাইল কোর্ট অভিযান চালায়। অভিযানে ৮২টি মামলায় ৮৬ জনকে এক লাখ ৪৪ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়।