সিরাজগঞ্জে সড়কে বাঁশের ব্যারিকেড, ৪০ জনকে জরিমানা

নভেল করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারঘোষিত ‘সর্বাত্মক লকডাউনের’ তৃতীয় দিনে যান চলাচল, জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া, বাজার-ঘাটে জনসমাগম নিয়ন্ত্রণে সিরাজগঞ্জে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। মহাসড়কের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসানোর পাশাপাশি শহরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে জনসাধারণের চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। এ ছাড়া সড়কে বাঁশের ব্যারিকেড দেওয়া হয়েছে।
এদিকে, জেলা প্রশাসনের মোবাইল কোর্টের অভিযানও অব্যাহত রয়েছে। এরই মধ্যে সরকারি নির্দেশনা না মানায় গত ২৪ ঘণ্টায় ৪০ ব্যক্তিতে জরিমানা করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (ভারপ্রাপ্ত) মো. মনির হোসেন।

এদিকে, আজ শুক্রবার সকাল থেকে বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে জেলা শহরে প্রবেশে জনসাধারণকে বাধা দিয়েছে পুলিশ। এ ছাড়া সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন, এস এস রোড ও বড়বাজার এলাকায় অবস্থান নিয়ে বিনা প্রয়োজনে ঘর থেকে বের হওয়ায় বিভিন্ন জনকে ফিরিয়ে দেওয়া হচ্ছে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের অন্তত পাঁচটি পয়েন্টে বসানো চেকপোস্টে বিভিন্ন পণ্যবাহী যানবাহন থামিয়ে অবৈধভাবে যাতায়াতের চেষ্টা করা যাত্রীদের নামিয়ে দেওয়া হচ্ছে।