সৈয়দ আশরাফের ম্যুরাল ভাঙচুর : আসামির পাঁচ দিনের রিমান্ডের আবেদন
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/07/31/kishoreganj-arrest-picture.jpg)
বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের ম্যুরাল ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তারকৃত পারভেজের রিমান্ড আবেদনের শুনানি আগামী ৮ আগস্ট নির্ধারণ করেছেন আদালত।
এদিকে কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি ভাঙচুর হওয়া সৈয়দ আশরাফুল ইসলামের ম্যুর্যাল পরিদর্শন করেছেন।
এ ঘটনায় করা মামলার তদন্ত কর্মকর্তা কিশোরগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক জয়নাল আবেদীন গ্রেপ্তারকৃত আসামি পারভেজকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ড আবেদন করেন। আজ বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আব্দুন নূর আগামী ৮ আগস্ট রিমান্ড শুনানির তারিখ নির্ধারণ করে আসামিকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
আদালতের নিবন্ধন কর্মকর্তা (জিআরও) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
কিশোরগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী শরীফুল ইসলাম বাদী হয়ে কিশোরগঞ্জ মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে অজ্ঞাত পরিচয়ের আসামিদের বিরুদ্ধে মামলা করেন।
এদিকে, গতকালের মতো আজও ম্যুরাল ভাঙচুরের প্রতিবাদে কিশোরগঞ্জে প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। জেলা ছাত্রলীগের উদ্যোগে আজ বেলা ১১টার দিকে জেলা শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মুক্তমঞ্চ চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি শুরু হয়।
ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় কর খোকন, জেলা আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক নূর আজিজ খান বাবু, জেলা মহিলা যুব লীগের সাধারণ সম্পাদক সুইটি আক্তার এবং জেলা ছাত্রলীগের সাংগঠনিক লুৎফুর রশিদ নয়ন।
বক্তারা সঠিক তদন্তের মাধ্যমে সৈয়দ আশরাফুল ইসলামের ম্যুরাল ভাঙচুরের বিচার দাবি করেন।
এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল কাদির মিয়াসহ অন্যরা উপস্থিত ছিলেন। গত বৃহস্পতিবার রাতে কোনো এক সময়ে অজ্ঞাত পরিচয়ের দুর্বৃত্তরা সৈয়দ আশরাফুল ইসলামের ম্যুরাল ভাঙচুর করে।