হজযাত্রীদের করোনার টিকা বাধ্যতামূলক
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2020/07/30/hajj-final-day-pkg.jpg)
চলতি বছর হজে যেতে হলে করোনার টিকা গ্রহণ বাধ্যতামূলক করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।
আজ মঙ্গলবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ আনোয়ার হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ বছর পবিত্র হজে যাওয়ার আগাম প্রস্তুতি হিসেবে সরকারি ও বেসরকারি পর্যায়ে নিবন্ধিত ১৮ বছরের বেশি এবং ৪০ বছরের কম বয়সী চার হাজার ৮৩৩ জন এবং ৪০ বছরের বেশি বয়সের ৫৫ হাজার ৮৭৩ জনসহ ৬০ হাজার ৭০৬ জন নিবন্ধন করেছেন। এঁদের সবাইকে করোনার টিকা গ্রহণ করতে হবে।
টিকা কার্ডে ট্র্যাকিং নম্বর, নাম, জন্ম তারিখ, বাবার নাম, মায়ের নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর, এজেন্সির নাম ইত্যাদি উল্লেখ থাকবে। স্বাস্থ্যসেবা বিভাগের মাধ্যমে চলতি মার্চের মধ্যে টিকার প্রথম ডোজ এবং মে মাসের মধ্যে দ্বিতীয় ডোজ গ্রহণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে ধর্ম মন্ত্রণালয় থেকে অনুরোধ জানানো হয়েছে।