হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩০

হবিগঞ্জের বানিয়াচঙ্গে ভাঙারি ব্যবসা নিয়ে দুপক্ষের সংঘর্ষে মোশাহিদ মিয়া (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ রোবাবার দুপুরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ সংঘর্ষের ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ৩০ জন। গুরুতর আহত অবস্থায় দুজনকে সিলেট ও ১০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ জানায়, বানিয়াচং উপজেলার সুজাতপুর ইউনিয়নের দোয়াতপুর গ্রামের সবুর মিয়ার ছেলে মোশাহিদ মিয়ার সঙ্গে একই গ্রামের মফিজ উদ্দিনের ছেলে কাদির মিয়ার ভাঙারির ব্যবসা নিয়ে দুদিন আগে ঝগড়া হয়। এর জের ধরে আজ দুপুরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে মোশাহিদ মিয়া মারা যান। আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে দেখতে গেছেন অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে।
এ ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার করতে পুলিশ অভিযান চালাচ্ছে। বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।