হবিগঞ্জে সড়ক দুর্ঘটনা ২ জন নিহত
ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বাঁশবোঝাই ট্রাকের পেছনে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন।
আজ শুক্রবার দুপুর ২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের বুড়িনাও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার আউশকান্দি ইউনিয়নের পারকুল গ্রামের সিএনজিচালিত অটোরিকশা চালক হাফিজ আহমেদ সোহেল (৩০) ও ময়মনসিংহের নান্দাইল উপজেলার অরণ্যপাশা গ্রামের আমীর হোসন (৬০)।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, আজ দুপুরে শেরপুর থেকে পাঁচজন যাত্রী নিয়ে সিএনজিচালিত অটোরিকশাটি শায়েস্তাগঞ্জ যাচ্ছিল। পথিমধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার ওই এলাকায় পৌঁছামাত্র যাত্রীবোঝাই সিএনজি অটোরিকশাটি দ্রুতগতিতে সামনে থাকা বাঁশবোঝাই একটি ট্রাকের পেছনে ধাক্কা লাগে। এতে সিএনজি অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনায়স্থলেই সিএনজিচালক হাফিজ আহমেদ সোহেল ও যাত্রী আমীর হোসেন নিহত হন। এ ঘটনায় আহত হন সিএনজির আরো চার যাত্রী। আহতদের তাৎক্ষণিক বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।
খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ও শায়েস্তাগঞ্জের দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় নিহতদের মরদেহ উদ্ধার করে।
শেরপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল হক ভূইয়া দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

হারুনুর রশিদ চৌধুরী, হবিগঞ্জ