হবিগঞ্জ থেকে কুরিয়ার সার্ভিসে বরিশালে ১২ কেজি গাঁজা

বরিশালে গ্রেপ্তার হওয়া ফয়সাল। ছবি : এনটিভি
বরিশালে কুরিয়ার সার্ভিসে আসা ১২ কেজি গাঁজাসহ এক জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নগরীর পুলিশ লাইন্স এলাকা থেকে গতকাল শনিবার রাতে তাঁকে আটক করা হয়েছিল।
গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম ফয়সাল (২৫)। তিনি পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরির শিবপুর গ্রামের বাসিন্দা।
বরিশাল কোতোয়ালি মডেল থানার পরিদর্শক লোকমান হোসেন বলেন, ‘গতকাল শনিবার হবিগঞ্জ থেকে এসএ পরিবহণ কুরিয়ার সার্ভিসে ১২ কেজি গাঁজা বরিশালে আসে। এরপর ফয়সাল নামের ওই ব্যক্তি ভ্যানে করে সেই গাঁজা বাউফলের দিকে নিয়ে যাচ্ছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে এসএ পরিবহণ কুরিয়ার সার্ভিস-সংলগ্ন পুলিশ লাইন্সের সামনে অভিযান চালালে ভ্যানভর্তি গাঁজাসহ ফয়সালকে আটক করা হয়।’
আটক ফয়সালের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।