হাতিরঝিলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুই আরোহী নিহত
রাজধানীর হাতিরঝিলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার সকাল ১০টায় হাতিরঝিলের মোড়ল গলির সামনে মধুবাগ ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে হাতিরঝিল থানার উপপরিদর্শক(এসআই) সজিব জানান, নিহত এক যুবকের নাম মো. ফাহিম (২০) বলে জানা গেছে। আরেকজনের নাম জানা যায়নি।
এসআই সজিব বলেন, ‘হাতিরঝিলের মধুবাগ ব্রিজের ঢালে হঠাৎ মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এতে দুজনই মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে মারা যান।’
পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘দুর্ঘটনার পরে পুলিশ দুই মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।’