হাসপাতালে নেওয়ার পথেই করোনার উপসর্গে বৃদ্ধের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে কাজী আলী আসগর (৮৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।
আলী আসগর ভোলাহাটের দলদলী ইউনিয়নের পোল্লাডাঙ্গা নতুন হাজিপাড়া গ্রামের বাসিন্দা।
ভোলাহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুল হামিদ জানান, আলী আসগর ছয়দিন ধরে জ্বরে ভুগছিলেন। আজ সোমবার সকালে বেশি অসুস্থ হয়ে পড়লে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। কিন্তু পথেই তিনি মারা যান।
জানা গেছে, আসগর আলীর ছেলে গত ২২ জুন থেকে করোনায় আক্রান্ত হয়ে বাড়িতে আইসোলেশনে রয়েছেন। সে জন্য ধারণা করা হচ্ছে, আলী আসগরও করোনায় আক্রান্ত ছিলেন। এরই মধ্যে করোনা পরীক্ষার জন্য তাঁর নমুনা সংগ্রহ করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে তাঁকে দাফন করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা।