২৪ নভেম্বর সংসদে রাষ্ট্রপতির ভাষণ

রাষ্ট্রপতি আবদুল হামিদ। ফাইল ছবি
রাষ্ট্রপতি আবদুল হামিদ আগামী ২৪ নভেম্বর স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সংসদে স্মারক ভাষণ দিবেন। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ২৪ ও ২৫ নভেম্বর সংসদে বিশেষ আলোচনা অনুষ্ঠিত হবে।
আজ বৃহস্পতিবার সংসদে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংসদের আমন্ত্রণে ২৪ নভেম্বর বিকেল ৩টায় স্মারক ভাষণ দেওয়ার জন্য তাঁর সদয় সম্মতি দিয়েছেন।
স্পিকার বলেন, মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে বছরজুড়ে জাতীয়ভাবে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে।
শিরীন শারমিন বলেন, উদযাপনের অংশ হিসেবে সংসদে দুই দিনব্যাপী বিশেষ আলোচনা অনুষ্ঠিত হবে।
আগামী ২৪ নভেম্বর (বুধবার) পর্যন্ত সংসদের ১৫তম অধিবেশন মুলতবি করেছেন স্পিকার।