২৫ জানুয়ারি বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিল গণতন্ত্র মঞ্চ

জাতীয় প্রেসক্লাবের সামনে আজ সোমবার গণতন্ত্র মঞ্চের সমাবেশ। ছবি : এনটিভি
ভোটাধিকার প্রতিষ্ঠা, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা, বর্তমান স্বৈরাচারী শাসনব্যবস্থার উৎখাত, জিনিসপত্রের দাম কমানোর জন্য বিক্ষোভ সমাবেশ করবে গণতন্ত্র মঞ্চ।
আগামী ২৫ জানুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে এবং সারা দেশের জেলায় জেলায় এ কর্মসূচি পালন করা হবে।
জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ থেকে আজ সোমবার (১৬ জানুয়ারি) সভাপতির বক্তব্যে গণতন্ত্র মঞ্চের নেতা শহীদ উদ্দিন মাহমুদ স্বপন এ ঘোষণা দেন।