৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল আগামী মাসে
৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল দ্রুত প্রকাশের জন্য কাজ করছে সরকারি কর্মকমিশন (পিএসসি)। আগামী মাসে এই ফলাফল প্রকাশ করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন।
পিএসসির তথ্য অনুযায়ী, ৪০তম বিসিএসের পদসংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা গত ৮ ও ৯ মার্চ অনুষ্ঠিত হয়। এখনো ফলাফল ঘোষণা করা হয়নি। ২০১৯ সালের ৩ মে ৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন তিন লাখ ২৭ হাজার পরীক্ষার্থী। আবেদন করেছিলেন ৪ লাখ ১২ হাজার ৫৩২ প্রার্থী।
এই বিসিএসে ক্যাডার অনুসারে, প্রশাসনে ২০০, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জন নিয়োগ দেওয়ার কথা।
এ বিষয়ে পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন গণমাধ্যমকে বলেন, ‘চলতি মাসে ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা সম্ভব হচ্ছে না। কারণ বেশ কিছু খাতা তৃতীয় পরীক্ষককে দিয়ে দেখাতে হচ্ছে। যা শেষ হতে জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত সময় লাগবে। আমরা আশা করছি, জানুয়ারির মধ্যেই ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করতে পারব।’
পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) শাখার পরিচালক মো. নেয়ামত উল্ল্যাহ বলেন, ‘৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল দ্রুত প্রকাশের জন্য আমরা কাজ করছি। আমরাও চাই দ্রুত ফল প্রকাশ করতে। এই জন্য আমাদের আন্তরিকতা বা চেষ্টার কোনো ঘাটতি নেই। যখনই কাজ শেষ হবে তখনই ফল প্রকাশ করা হবে।’