পৌরসভার বর্ধিত ট্যাক্স প্রত্যাহারের দাবি

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বর্ধিত ট্যাক্স প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকালে শহরের ফুড অফিস মোড় থেকে ‘অযৌক্তিক পৌর ট্যাক্স বৃদ্ধি প্রতিরোধ কমিটি’র ব্যানারে বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিলে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দারা অংশ নেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পৌর কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।
প্রতিরোধ কমিটির আহ্বায়ক সৈয়দ হোসেন আহমেদ বাদশার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন কমিটির সদস্য অ্যাডভোকেট মিজানুর রহমান মিজান, মনিরুজ্জামান মনির, রেজাউন নবী তপু প্রমুখ।
বক্তারা অবিলম্বে বর্ধিত পৌর হোল্ডিং ট্যাক্স বাতিলসহ পৌর করসংক্রান্ত যাবতীয় তথ্য ওয়েবসাইটে প্রকাশের দাবি জানান।
সমাবেশে কয়েকজন বক্তা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অবিলম্বে তাঁদের দাবিগুলো বাস্তবায়ন না হলে আগামী ২৯ ডিসেম্বর শহরের মুজিব চত্বরে সমাবেশ করে পৌরসভা ঘেরাও কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।
সমাবেশ শেষে পৌরসভার মেয়রের কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়।