খালেদা জিয়ার কার্যালয়ে কাঁটাতারের বেড়া

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে। আজ রোববার সীমানাপ্রাচীরের লোহার কাঁটার ওপর এ বেড়া দেওয়া হয়।
বিএনপির গণমাধ্যম শাখার কর্মকর্তা শামসুদ্দিন দিদার এনটিভি অনলাইনকে বলেন, নিরাপত্তার স্বার্থে বাড়ির মালিক এ বেড়া দিয়েছেন।
৫ জানুয়ারি অনির্দিষ্টকালের অবরোধ ঘোষণার আগে ৩ জানুয়ারি থেকে গুলশান কার্যালয়ে অবস্থান করছেন খালেদা জিয়া। গত ৩০ জানুয়ারি শুক্রবার দিবাগত রাত ২টা ৪২ মিনিটে কার্যালয়টিতে বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরদিন শনিবার রাত ১০টা ১২ মিনিটে ১৯ ঘণ্টা পর বিদ্যুৎ ফিরে আসে খালেদা জিয়ার কার্যালয়ে। বর্তমানে এটিতে ডিশ, ইন্টারনেট, মোবাইল ফোন নেটওয়ার্ক নেই। কার্যালয়ে নেতা-কর্মীদের প্রবেশও তেমনভাবে দেখা যায় না।
গত ৩০ জানুয়ারি সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক-কর্মচারী-পেশাজীবী-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের এক সমাবেশে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান অবরুদ্ধ হয়ে খালেদা জিয়াকে না খেয়ে মরতে হবে বলে হুমকি দেন।
তার আগের দিন বৃহস্পতিবার হরতাল-অবরোধে কোনো এসএসসি পরীক্ষার্থী পেট্রলবোমা হামলার শিকার হলে খালেদা জিয়ার কার্যালয় পেট্রল ঢেলে জ্বালিয়ে দেওয়ার হুমকি দেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম।