কুষ্টিয়ায় সীমান্ত থেকে ফেনসিডিলসহ ব্যবসায়ী আটক

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকা থেকে আজ বুধবার সকালে ৮৬৮ বোতল ফেনসিডিলসহ আটক ব্যবসায়ী বিউটি বানু। ছবি : এনটিভি
কুষ্টিয়ার থেকে ৮৬৮ বোতল ভারতীয় ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। আজ বুধবার সকালে দৌলতপুর সীমান্ত এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
কুষ্টিয়া গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী নেওয়াজ জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুরের আদাবাড়িয়া ইউনিয়নের নতুনপাড়া গ্রামে মুছা করিম নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে ৮৬৮ বোতল ফেনসিডিলসহ মুছার স্ত্রী বিউটি বানুকে (৪০) আটক করা হয়। এ সময় তাঁর ব্যবসায়িক সহযোগী লাবু পালিয়ে যান। তাঁকে ধরতে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।
সাম্প্রতিক সময়ে বিউটি এলাকায় ফেনসিডিলের ব্যবসা করে আসছিলেন বলে জানান আলী নেওয়াজ।