জামালপুরে আঞ্চলিক ইজতেমা শুরু
জামালপুরে শুরু হয়েছে তিনদিনব্যাপী আঞ্চলিক ইজতেমা। আজ বৃহস্পতিবার জামালপুর শহরতলির পাথালিয়া এলাকায় এই ইজতেমা শুরু হয়।
ফজরের নামাজের পর জর্ডানের মুরুব্বি শেখ নাসরুল্লাহর আমবয়ানের মধ্য দিয়ে ইজতেমা শুরু হয়। সকাল ১০টা থেকে বয়ান করেন মুফতি মোহাম্মদ আবদুল্লাহ।
জামালপুর অঞ্চলের ইজতেমায় জেলার সাতটি উপজেলার লক্ষাধিক মুসল্লির সমাবেশ হয়েছে। ইজতেমার নিরাপত্তায় পর্যাপ্ত পুলিশ, র্যাব ও সাদা পোশাকে গোয়েন্দারা কাজ করছেন।
ইজতেমায় বিশুদ্ধ পানি সরবরাহ ও ফ্রি চিকিৎসাক্যাম্প স্থাপন করা হয়েছে। ২৪ ডিসেম্বর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এই ইজতেমা শেষ হবে।