কুড়িগ্রামে শীতার্ত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ
কুড়িগ্রামের চিলমারীর ব্রহ্মপুত্র পাড়ের দুই সহস্রাধিক হত-দরিদ্র শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার রমনা, জোড়গাছ, মাছাবন্দ ও খরখরিয়া এলাকায় এসব কম্বল বিতরণ করেন ঢাকার ইপিলিয়ন ফাউন্ডেশন।
কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের জেনারেল ম্যানেজার মো. শাহ আলম। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বজলুর রশিদ, ফাউন্ডেশনের ম্যানেজার সিএসআর নাজমুল আহসান, ডেপুটি জেনারেল ম্যানেজার মোত্তাকিন আলী, সিনিয়র এক্সিকিউটিভ মেহেদী হাসান, রমনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজগার আলী সরকার।
ফাউন্ডেশনের জেনারেল ম্যানেজার মো. শাহ আলম জানান, নদ-নদী বেষ্টিত কুড়িগ্রাম জেলায় শীতের প্রকোপ বেশি হওয়ায় এ অঞ্চলের শীতার্ত মানুষের জন্য সহায়তার হাত বাড়িয়েছে ইপিলিয়ন ফাউন্ডেশন।