রোহিঙ্গাবাহী দুই নৌকা ফেরত পাঠাল বিজিবি

কক্সবাজারের টেকনাফে নাফ নদের নীলা পয়েন্ট দিয়ে রোহিঙ্গা বহনকারী দুটি নৌকা ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উভয় নৌকায় ৩০ জন আরোহী ছিল বলে জানা গেছে।
আজ শুক্রবার ভোররাতে নৌকা দুটি ফেরত পাঠানো হয়।
টেকনাফে বিজিবির ব্যাটালিয়ন ২-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু জার আল জাহিদ জানান, মিয়ানমারের রাখাইন প্রদেশ থেকে রোহিঙ্গাদের নিয়ে দুটি নৌকা নাফ নদ দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করে। এ সময় টহলরত বিজিবির দল সীমান্তের শূন্যরেখা থেকে নৌকা দুটি মিয়ানমারের দিকে ফেরত পাঠিয়ে দেয়।
গত অক্টোবর মাসে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপির ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এতে নয়জন নিহত হন। এরপর সেনাবাহিনী রোহিঙ্গাদের ওপর নির্যাতন শুরু করে, নারীদের ধর্ষণ করে। এতে শতাধিক রোহিঙ্গা নিহত হয়। প্রাণ বাঁচাতে হাজার হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে।