জামালপুরে শেষ হলো বিশ্ব ইজতেমা
আখেরি মোনাজাতের মধ্য দিয়ে জামালপুর অঞ্চলের তিনদিনের বিশ্ব ইজতেমা শেষ হয়েছে।
আজ শনিবার দুপুরে ইজতেমা শেষ হয়। মোনাজাত পরিচালনা করেন তাবলিগ জামাত কাকরাইল মসজিদের আমির মাওলানা আবুল হোসেন।
দেশ ও বিশ্বের শান্তি ও কল্যাণ কামনা করে আখেরি মোনাজাতে অংশ নেন শেরপুর, টাঙ্গাইল, বগুড়া, সিরাজগঞ্জ ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা পাঁচ লক্ষাধিক মুসল্লি।
এবারের আঞ্চলিক ইজতেমায় জর্দান, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া ও ভারতের চারটি তাবলিগ জামাতও অংশ নেয়। গত বৃহস্পতিবার এ ইজতেমা শুরু হয়েছিল।