শিক্ষার্থীদের বৃত্তি ও কম্বল দিল শিশুস্বর্গ

শিশুস্বর্গ ফাউন্ডেশনের উদ্যোগে পঞ্চগড়ের তেঁতুলিয়া কাজী সাহাবুদ্দিন স্কুল ও কলেজ মাঠে শিশু শিক্ষার্থীদের মাঝে কম্বল ও শিক্ষা বৃত্তি দেওয়া হয়েছে।
খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. কায়কোবাদ হোসেন তেঁতুলিয়া উপজেলার ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় দুই হাজার শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির টাকা ও কম্বল তুলে দেন।
তেঁতুলিয়া কাজী সাহাবুদ্দিন স্কুল ও কলেজের সভাপতি, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার কাজী মাহাবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুল আলীম খান ওয়ারেশী, তেঁতুলিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানিউল ফেরদৌস, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রেজাউল করিম শাহীন, শিশুস্বর্গের প্রতিষ্ঠাতা কবির আখন্দ প্রমুখ বক্তব্য দেন।
শিশুস্বর্গ ফাউন্ডেশন প্রতিবছর তেঁতুলিয়ায় শিশুদের মাঝে কম্বল বিতরণ এবং গরিব মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিয়ে আসছে।