ফুল দিয়ে বিএনপি জামায়াতের নেতাকর্মীদের স্বাগত জানালেন এমপি

পঞ্চগড়ের বোদা উপজেলার কাজলদীঘি কালিয়াগঞ্জ ইউনিয়নের বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় পার্টির দুই হাজারের বেশি নেতা-কর্মী আওয়ামী লীগে যোগ দিয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় ইউনিয়নের আমতলা কাজীপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সংবর্ধনা ও সুধী সমাবেশে তারা যোগ দেয়।
এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন।
সমাবেশে কাজলদীঘি কালিয়াগঞ্জ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি খয়রুল আলম মাস্টার, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম, সদস্য জাকারিয়া, ময়নুল হক, কামরুল ইসলাম, খলিলুর রহমান ও সামসুল হক; জাতীয় পার্টির ইউনিয়ন কমিটির সাবেক সভাপতি ও সাবেক ইউপি সদস্য মকছেদুল ইসলাম, ইউনিয়ন জামায়াতের সদস্য আবদুল কাদের, আফছার আলী ওরফে পাকছর আলীর নেতৃত্বে বিএনপি, জাতীয় পার্টি ও জামায়াতের দুই সহস্রাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দেন।
পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন নেতাদের ফুলের তোড়া ও কর্মীদের রজনীগন্ধা ফুলের কাঠি উপহার দিয়ে বরণ করেন।
কাজলদীঘি কালিয়াগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল গফুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বোদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক ফারুক আলম টবি, পরাজিত চেয়ারম্যান পদপ্রার্থী মনিরুজ্জামান শ্যামল, পরেশ চন্দ্র বর্মণ, অ্যাডভোকেট আবু ইউনুস লেলিন, বাহারুল আলম, বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নুরুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।
সমাবেশে সংসদ সদস্য নুরুল ইসলাম সুজন তাঁর বক্তব্যে বিএনপি, জামায়াত ও জাতীয় পার্টির নেতাকর্মীদের যোগদানকে স্বাগত জানান।
সমাবেশে আমরা মুক্তিযোদ্ধার সন্তান কালিয়াগঞ্জ ইউনিয়ন কমিটির সভাপতি ও সভার সঞ্চালকও তাঁর ঘোষণায় বার বার বিএনপি ও জামায়াতের নেতাকর্মী ও সমর্থকদের যোগদানের বিষয়টি ঘোষণা করছিলেন।
বোদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আলম টবি জানান, জামায়াতের নেতা বা সংগঠক পর্যায়ে কাউকে নিতে বারণ করেছি। দলটির সমর্থকদের নেওয়া হয়েছে।