বাংলাবান্ধা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ছাত্রলীগের বিক্ষোভ

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের (ইউপি) আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যানের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে বিক্ষোভ করেছে উপজেলা ছাত্রলীগ। আজ সোমবার বিকেলে তেঁতুলিয়া চৌরাস্তায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ শেষে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোয়েব আক্তার মিঞার নেতৃত্বে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি দেওয়া হয়।
ছাত্রলীগ নেতারা অভিযোগে জানান, ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়ির ফুলবাড়ী স্থলবন্দরে ভারতীয় নর্থবেঙ্গল আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন ও বাংলাদেশের বাংলাবান্ধা ইউপি চেয়ারম্যান কুদরত-ই-খুদা মিলন ভারত থেকে বাংলাদেশে আসা পাথরবাহী প্রত্যেক ট্রাক থেকে ২০০ টাকা করে অবৈধভাবে চাঁদা উত্তোলন করে আসছে। এই চাঁদার মধ্যে ১০০ টাকা বাংলাবান্ধা ইউপির চেয়ারম্যানের নামে তোলা হচ্ছে। এতে ভারতীয় ব্যবসায়ীরা রপ্তানিযোগ্য পাথরের দাম বাড়িয়ে দিয়েছে। এর আগেও বাংলাবান্ধা ইউপি চেয়ারম্যান ইউনিয়ন পরিষদ কল্যাণ ফান্ডের নামে বাংলাবান্ধায় পাথরবাহী ভারতীয় প্রতি ট্রাক থেকে ১০০ টাকা করে আদায় করেন। বিষয়টি নিয়ে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার পর এখন স্থান পাল্টিয়ে ভারতের ভেতর থেকে এই চাঁদা উত্তোলন করছেন। এই চাঁদা তোলার প্রতিবাদ করতে গিয়ে গত ২৪ ডিসেম্বর বাংলাবান্ধা স্থলবন্দরে ইউপি চেয়ারম্যান উপজেলা ছাত্রলীগের সভাপতি খন্দকার আরিফ হোসেন লিপটনকে অকথ্য ভাষায় গালিগালাজসহ লাঞ্ছিত করেন।
স্মারকলিপি সূত্রে জানা গেছে, উপজেলা ছাত্রলীগের সভাপতি খন্দকার আরিফ হোসেন লিপটন একজন সিঅ্যান্ডএফ এজেন্ট ও আমদানিকারক হিসেবে এই চাঁদাবাজির প্রতিবাদ করায় গত ২৪ ডিসেম্বর বাংলাবান্ধা স্থলবন্দরে প্রকাশ্যে তাঁকে লাঞ্ছিত করেন বাংলাবান্ধা ইউনিয়নের ওই চেয়ারম্যান।
ছাত্রলীগ নেতারা জানান, তেঁতুলিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওই চেয়ারম্যান কুদরত-ই-খুদা মিলন সপ্তাহে দুই বার ভারতে যাতায়াত করছেন শুধু চাঁদার টাকার ভাগ আদায় করতে। বিভাগীয় অনুমোদন ছাড়াই তিনি ভারত যাতায়াত করছেন। তারা কুদরত-ই-খুদা মিলনের পাসপোর্ট জব্দ এবং ইমিগ্রেশনে তদন্ত করার দাবি জানান। বিষয়টি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার না হলে বাংলাবান্ধা স্থলবন্দর অচল করে দেওয়ার হুমকি দিয়েছেন ছাত্রলীগ নেতারা।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে বাংলাবান্ধা ইউপি চেয়ারম্যান ও পঞ্চগড় চেম্বার অব কমার্সের পরিচালক কুদরত-ই-খুদা মিলন এনটিভি অনলাইনকে জানান, ছাত্রলীগ নেতা খন্দকার আরিফ হোসেন লিপটন তাঁকে প্রকাশ্যে গালাগাল করেছেন। এই কারণে তাঁর লোকজন ক্ষুব্ধ হয়ে লিপটনকে লাঞ্ছিত করেছে।
চাঁদাবাজির অভিযোগ সম্পর্কে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান কোনো মন্তব্য করেননি।