মাগুরায় পুস্তক ব্যবসায়ীদের মানববন্ধন

দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে প্রস্তাবিত শিক্ষা আইনের কতিপয় ধারা সংশোধনের দাবিতে মাগুরায় পুস্তক প্রকাশক ও বিক্রেতাদের পাঁচটি সংগঠন যৌথভাবে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। একই দাবিতে আগামী তিনদিন জেলা সব লাইব্রেরি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।
সোমবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মাগুরা প্রেসক্লাবের সামনে মাগুরা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে মুদ্রণ শিল্প সমিতি, পাঠ্য পুস্তক প্রকাশক ও বিপণন সমিতি, জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি, পেপারস মার্চেন্ট অ্যাসোসিয়েশন ও পুস্তক বাঁধাই সমিতির সদস্যরা অংশ নেয়।
মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ পুস্তক প্রকাশক সমিতির পরিচালক ও মাগুরা শাখার সভাপতি মো. রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মুরাদ হোসেন, সাইফুজ্জামান সাবু, আব্দুল কুদ্দুস প্রমুখ।
বক্তারা প্রথম শ্রেণি থেকে একাদশ শ্রেণির পাঠ্যপুস্তকের পাশাপাশি সহযোগী পাঠ্যপুস্তক রাখার দাবি জানান।