পঞ্চগড়ে অনুর্ধ্ব-১৪ ক্রিকেট প্রতিযোগিতা শুরু

পঞ্চগড়ের মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে শুরু হয়েছে ‘ইয়াং টাইগার্স অনুর্ধ্ব-১৪’ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় সোমবার পঞ্চগড় জেলা ক্রীড়া সংস্থা এই প্রতিযোগিতার আয়োজন করে।
পঞ্চগড়ের জেলা প্রশাসক অমল কৃষ্ণ মণ্ডল প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ সময় পুলিশ সুপার মো. গিয়াস উদ্দিন আহমেদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, পঞ্চগড় পৌরসভার মেয়র তৌহিদুল ইসলাম, ক্রীড়া সংগঠক অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল, মো. আমিরুল ইসলাম, জাহিদ হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
উত্তরাঞ্চলের চারটি জেলা দল এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।
উদ্বোধনী দিনের খেলায় লালমনিরহাট জেলা ক্রীড়া সংস্থা এবং ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থা অংশ নেয়। খেলায় ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থা ২৯ রানে লালমনিরহাট জেলা ক্রীড়া সংস্থাকে হারিয়ে জয়ী হয়।
ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থা টসে জিতে নির্ধারিত ৩৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৯২ রান সংগ্রহ করে। পরে ব্যাট করতে নেমে লালমনিরহাট জেলা ক্রীড়া সংস্থা সবকটি উইকেট হারিয়ে ৬৩ রান করে।