মাগুরায় ২ পোলিং এজেন্টসহ পাঁচজনের ওপর হামলা

মাগুরা জেলা পরিষদ নির্বাচনের দিন আজ বুধবার দুই পোলিং এজেন্টসহ পাঁচজনের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে আওয়ামী লীগ নেতার ভাইসহ তিনজনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। আহতদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ বুধবার সদর উপজেলার আলমখালী বাজার ও শ্রীপুর উপজেলায় এ দুটি ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার আলমখালী বাজারে জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাজরাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আবদুল মান্নানের ছোট ভাই শামীম বিশ্বাস (৩৫), সমর্থক রাজ্জাক মোল্লা (৫০) ও আলম হোসেনকে (৪৫) কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা।
মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন শামীম বিশ্বাস অভিযোগ করেন, হাজরাপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান কবির হোসেনের সমর্থকরা তাঁদের ওপর হামলা করে।
এ ব্যাপারে একাধিকবার চেষ্টা করেও ইউপি চেয়ারম্যান কবির হোসেনের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
অন্যদিকে নির্বাচনে ভোটগ্রহণ চলার সময় চেয়ারম্যান পদপ্রার্থী কুতুব উল্লাহ হোসেনের পোলিং এজেন্ট মিটুল মিয়া ও তৌহিদুল ইসলামকে শ্রীপুর সদরে একটি ভোট কেন্দ্রের বাইরে মারধর করে দুর্বৃত্তরা। শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মশিয়ার রহমানের সমর্থকরা এ ঘটনা ঘটায় বলে অভিযোগ পাওয়া গেছে।
মশিয়ার রহমান আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী পংকজ কুমার কুণ্ডুর সমর্থক। নির্বাচন শেষে জয়ী হয়েছেন পংকজ কুমার কুণ্ডু। এ ব্যাপারে যোগাযোগ করা হলে পংকজ কুমার বলেন, ‘এটি বিচ্ছিন্ন ঘটনা। আমি ব্যবস্থা নেব।’
এ ব্যাপারে সদর থানার উপপরিদর্শক (এসআই) মিলন হোসেন বলেন, ‘এখনো কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেব।’