চাঁদাবাজির প্রতিবাদে ২১ জেলায় ধর্মঘটের হুমকি

ফেরিঘাটে চাঁদাবাজি ও অনিয়ম বন্ধসহ ১২ দফা দাবিতে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলায় ধর্মঘটের আহ্বান জানিয়েছে খুলনা ট্রাক, ট্যাংকলরি কাভার্ডভ্যান মালিক সমিতি। আগামী ২৩ জানুয়ারি থেকে ট্রাক, ক্যাভার্ডভ্যান ও ট্যাংকলরির অনিদিষ্টকালের এ ধর্মঘট পালনের ঘোষণা দেওয়া হয়।
আজ রোববার দুপুরে খুলনার শিববাড়ী মোড়ের একটি হোটেলে অনুষ্ঠিত সভায় এ ঘোষণা দেন সংগঠনের সভাপতি সাবেক সংসদ সদস্য আব্দুল গাফ্ফার বিশ্বাস।
১২ দফা দাবি মধ্যে রয়েছে বিআরটিএ জারিকৃত ট্রাক ও কাভার্ডভ্যানের সাইড এঙ্গেল ও হুক অপসারণের সিদ্ধান্ত শিথিল, ক্ষমতার অতিরিক্ত পণ্য পরিবহন না করার জন্য প্রেসনোট জারি, ফেরিঘাটের চাঁদাবাজি ও অনিয়ম বন্ধ, পণ্য পরিবহনের টোল কমানো।
অনুষ্ঠানে আব্দুল গাফ্ফার ২২ জানুয়ারির মধ্যে তাদের ১২ দফা দাবি মেনে নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানান। এ সময় পরিবহন শ্রমিক নেতা আব্দুর রহিম বক্স দুদুসহ ২১ জেলার ট্রাক মালির-শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।