বগুড়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও দোয়া মাহফিল

বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষে বগুড়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়ে ওষুধ বিতরণ করা হয়েছে।
জিয়া ফাউন্ডেশনের উদ্যোগে জেলা ড্যাবের আয়োজনে আজ শুক্রবার সকালে শহরের দত্তবাড়ী জিয়াউর রহমান অ্যাজমা কেয়ার সেন্টারে ওই চিকিৎসাসেবা দেওয়া হয়।
জেলা ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. শাহ মো. শাহজাহান আলীর সভাপতিত্বে জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফাহাদ আলীম ডোনার ফিতা কেটে বিনামূল্যে চিকিৎসাক্যাম্পের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির নেতা,চিকিৎসক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা। পরে রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়ে ওষুধ বিতরণ করেন তাঁরা।
এ ছাড়া জেলা বিএনপির উদ্যোগে জুমার নামাজের পর শহরের সেন্ট্রাল মসজিদে প্রয়াত জিয়াউর রহমানের মাগফিরাত ও জিয়া পরিবারের দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।