প্রবাসী দম্পতিকে লাঞ্ছিত করায় পাঁচ পুলিশ কর্মকর্তা ক্লোজড

ময়মনসিংহের মুক্তাগাছায় এক প্রবাসী দম্পতিকে লাঞ্চিত করার অভিযোগে পাঁচ পুলিশ কর্মকর্তাকে ক্লোজড করা হয়েছে। ময়মনসিংহ পুলিশ লাইনসে ক্লোজড হওয়া পুলিশ কর্মকর্তারা হলেন, মুক্তাগাছা থানায় কর্মরত এসআই জাহিদুল ইসলাম, এএসআই আইনুল হক, এএসআই রেজাউল করিম, এএসআই জিয়াউর রহমান ও এএসআই ঈমান আলী। গত ২৪ মে রবিবার রাত ১২টায় মুক্তাগাছা শহরের লক্ষ্মীখোলা কবরস্থান গেইট সংলগ্ন দুবাই প্রবাসী শরাফত আলীর বাসায় প্রবেশ করে পুলিশ কর্মকর্তারা বাসা তছনছ এবং চাঁদা আদায় করেন। এ তথ্য নিশ্চিত করেছেন মুক্তাগাছা থানার ওসি কামাল হোসেন এবং ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আবু আহমেদ আল মামুন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শরাফত আলীর বাসায় ঢুকেই বাড়ির সুকেস, আলমারিসহ বিভিন্ন আসবাবপত্র তছনছ করেন পুলিশ কর্মকর্তারা। তাঁরা বাড়ির লোকজনকে মারধর করাসহ গৃহবধূকে অকথ্য ভাষায় গালিগালাজ করে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে ছবি তোলে ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকিও দেন পুলিশ কর্মকর্তারা। পুলিশ ওই ঘরে ঢুকেই দরজা-জানালা বন্ধ করে দেয়। টাকা দিতে অস্বীকার করায় পুলিশ কর্মকর্তারা গৃহবধূর কাছ থেকে আলমারির চাবি ছিনিয়ে নিয়ে পুরো ঘর তছনছ করেন।
ভাড়াটিয়া সেনা সদস্য মাহমুদুল হাসান এগিয়ে এলে এসআই জাহিদ তাঁকেও মারধর করেন। কোনো উপায় না দেখে নগদ ২০ হাজার টাকা তুলে দেন তাঁদের হাতে। বাকি টাকার জন্য তাঁর দেবর শাহীনকে ধরে নিয়ে যায় থানায়। পরের দিন সোমবার দুপুরে ৩০ হাজার টাকায় থানা হাজত থেকে তাঁকে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ সুপার ঘটনাটি তদন্তের উদ্যোগ নেন। তদন্ত শেষে প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়ায় অভিযুক্ত পুলিশ কর্মকর্তাদের আজ (শুক্রবার) বিকেলে ক্লোজড করা হয়।