বিএনপিকে পতাকা মিছিল করতে দিল না পুলিশ

দশম জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তির দিন টাঙ্গাইলে বিএনপির পূর্বঘোষিত কালো পতাকা মিছিল পণ্ড করে দিয়েছে পুলিশ।
আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ পালনের উদ্দেশ্যে শহরের ভিক্টোরিয়া রোডে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন বিএনপির নেতাকর্মীরা। কিন্তু পুলিশের লাঠিচার্জে সেই কর্মসূচি পণ্ড হয়ে যায়।
এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামছুল আলম তোফা জানান, সকালে দলীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীরা কালো পতাকা মিছিলের প্রস্তুতি নিয়েছিল। এ সময় পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ ছাড়া মিছিল থেকে একজন কর্মীকেও আটক করা হয়।
বিএনপির এই নেতা আরো জানান, নেতাকর্মীদের আটক করতে পুলিশ দলীয় কার্যালয় ও এর আশপাশ ঘিরে তল্লাশি চালায়।
এ ব্যাপারে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ভূইঞা জানান, বিএনপির মিছিল থেকে নাশকতার আশঙ্কা ছিল বলে মিছিল করতে দেওয়া হয়নি। এ ছাড়া যাদের আটক করা হয়েছিল, তাদের ছেড়ে দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।