সুনামগঞ্জে ১৪৪ ধারা জারি
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় ও মধ্যনগর থানা সদরে বিএনপি ও আওয়ামী লীগের পাল্টাপাল্টি কর্মসূচির ঘোষণায় সোমবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
রোববার রাত সাড়ে ১০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম উভয় দলের মধ্যে সংঘর্ষের আশঙ্কায় এ ঘোষণা দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. রফিক চৌধুরীর নেতৃত্বে সোমবার মহেষখলা থেকে ধর্মপাশা এবং মধ্যনগর থেকে ধর্মপাশায় দেশব্যাপী হত্যা ও নেতা-কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে গণপদযাত্রা কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। একই দিন একই স্থানে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন ২০ দলের হরতাল-নৈরাজ্যের প্রতিবাদে দিনব্যাপী প্রতিবাদ কর্মসূচি আহ্বান করে। ফলে তাদের সঙ্গে কথাবার্তা বলেও কর্মসূচি বাতিল করা সম্ভব হয়নি। দুই দলের মুখোমুখি অবস্থানের কারণে সংঘর্ষের আশঙ্কায় সোমবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টায় পর্যন্ত সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করা হয়। বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. রফিক চৌধুরী বলেন, ‘আমরা শান্তিপূর্ণ গণপদযাত্রা কর্মসূচি আহ্বান করেছিলাম; কিন্তু আওয়ামী লীগ আমাদের কর্মসূচিতে বাধা দেওয়ার জন্যই তাদের পাল্টা কর্মসূচি দিয়েছে।’