জামালপুরে চোর সন্দেহে গণপিটুনি, একজন নিহত
জামালপুরে চোর সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাতে সদর উপজেলার নাওভাঙা চরে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম নবীন। তিনি শেরপুর সদর উপজেলার দিকপাড়া গ্রামের হাতেম আলী ফকিরের ছেলে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছিমুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, শুক্রবার রাতে নাওভাঙা চরে গরু চুরির চেষ্টাকালে নবীনকে ধরে পিটুনি দেয় গ্রামবাসী। গুরুতর আহত অবস্থায় রাতেই তাঁকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার দুপুরে নবীনের মৃত্যু হয়।
এ বিষয়ে ওসি মো. নাছিমুল ইসলাম বলেন, গণপিটুনিতে নিহত নবীনের বিরুদ্ধে থানায় চুরি, অস্ত্র ও ডাকাতিসহ ছয়টি মামলা রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।