খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে গুলি করে হত্যা
খুলনায় বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার (২৪ জানুয়ারি) রাত ৯টার দিকে শহরের কেডিএ অ্যাভিনিউয়ের তেঁতুলতলা মোড়ে এই ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীর নাম অর্ণব কুমার সরকার। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের (বিভাগ) মাস্টার্সের ছাত্র।
বিষয়টি নিশ্চিত করেছেন ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের প্রধান অধ্যাপক শেখ মাহমুদুল হাসান। তাঁর বাড়ি ইসলাম কমিশনার মোড়ে। তাঁর বাবার নাম প্রীতিশ সরকার বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, অর্ণব মোটরসাইকেলে হেলান দিয়ে চা পান করছিলেন। এ সময় দুর্বৃত্তরা এসে তাঁর মাথায় গুলি করে পালিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ডেপুটি কমিশনার মনিরুজ্জামান মিঠু। তিনি জানান, গুলিবিদ্ধ অবস্থায় অর্ণবকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।