মাগুরায় মিছিল করেনি বিএনপি, তবে পাল্টা কমিটি ঘোষণা

সমাবেশের অনুমতি না দেওয়ার প্রতিবাদে বিএনপির দেশব্যাপী কালো পতাকা মিছিল কর্মসূচি পালন করেনি মাগুরা বিএনপি। তবে পাল্টা তিনটি ইউনিট শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করেছেন জেলা বিএনপির একাংশের নেতারা।
আজ রোববার দুপুরে মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে আয়ুব হোসেনকে আহ্বায়ক করে মাগুরা পৌর, মিহির কান্তি বিশ্বাসকে আহ্বায়ক করে সদর থানা ও রেজাউল আলম মিয়াকে আহ্বায়ক করে দক্ষিণ মাগুরা বিএনপির কমিটি ঘোষণা করেছেন জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক সৈয়দ মোকাদ্দেস আলী।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আলী আহমেদ, শালিখা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাফফর হোসেন টুকু, খন্দকার আশরাফুল আলম প্রমুখ।
জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ আলী করিম জানান, এসব অবৈধ পাল্টা কমিটি গঠন বিএনপির গঠনতন্ত্র পরিপন্থী। কেন্দ্রীয় কতিপয় নেতার ইন্ধনে জেলা কমিটিতে বিভক্তির কারণে কেন্দ্রীয় কর্মসূচি পালন সম্ভব হচ্ছে না।