ঢাকায় সন্দেহভাজন আইএস জঙ্গি গ্রেপ্তার : ডিবি
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/05/31/photo-1433059549.jpg)
রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে জঙ্গিগোষ্ঠী আইএসের সদস্য সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁর নাম আবদুল্লাহ আল গালিব।
urgentPhoto
ডিবি পুলিশ জানায়, গতকাল শনিবার রাতে অভিযানে তাঁর সঙ্গে জব্দ করা হয় একটি পাসপোর্ট, চারটি হার্ডডিস্ক, ১০টি সিডি ও বিভিন্ন লেখকের ৪৩টি জিহাদি বই।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গালিব গোয়েন্দা পুলিশকে জানান, বাসায় বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আইএসের কর্মী সংগ্রহ ও তাঁদের আশ্রয় দিয়ে প্রশিক্ষণ দেওয়া ছিল তাঁর প্রথম কাজ। গালিব এর আগেও নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সহ-সমন্বয়ক ছিলেন বলে ডিবি পুলিশকে জানান।
গোয়েন্দা পুলিশের উপকমিশনার শেখ নাজমুল আলমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গ্রেপ্তার হওয়া গালিব বাংলাদেশের আইএসের সমন্বয়ক হিসেবে কাজ করছিলেন। তিনি বলেন, ‘প্রশিক্ষণ-সংক্রান্ত ভিডিওসহ আমরা তাঁকে গ্রেপ্তার করেছি। আমরা তাঁকে দীর্ঘদিন ধরে অনুসরণ করছিলাম।’
গত ২৪ মে রাতে ঢাকায় আইএস জঙ্গি সন্দেহে আমিনুল ইসলাম বেগ ও সাকিব বিন কামাল নামের দুজনকে আটক করে গোয়েন্দা পুলিশ। এর মধ্যে আমিনুল বাংলাদেশে কোকা-কোলা কোম্পানির আইটি প্রধান হিসেবে চাকরি করতেন।