শ্রমিক আন্দোলনে বড়পুকুরিয়া কয়লা খনি বন্ধ
চাকরি স্থায়ীকরণের দাবিতে দিনাজপুর বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালন করছেন। শ্রমিকদের আন্দোলনের ফলে বন্ধ রয়েছে খনির কয়লা উত্তোলন।
খনিতে কর্মরত এক হাজার ৪১ শ্রমিক চাকরি স্থায়ীকরণের দাবিতে রোববার থেকে অবস্থান ধর্মঘটের ডাক দেন। এদিকে স্ব-স্ব অবস্থানে থেকে ধর্মঘট শুরু করায় খনির ভূ-অভ্যন্তরে আটকা পড়ে রয়েছেন প্রায় ২৮৫ শ্রমিক।
বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান জানান, প্রায় এক হাজার ৫০ জন শ্রমিক খনির সূচনালগ্ন থেকে এই খনিতে দিনহাজিরা হিসেবে কাজ করছেন। মাত্র ৩০০ টাকা হাজিরা দরে কাজ করে তাঁদের সংসার চলছে না, সে কারণে তাঁরা চাকরি স্থায়ীকরণের দাবিতে দীর্ঘদিন থেকে আন্দোলন করে আসছেন। কিন্তু কর্তৃপক্ষ তাঁদের দাবির প্রতি কোনো সাড়া না দেওয়ায় তাঁরা এই কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হয়েছেন।