উন্নয়নকে রুখতে পারবে না বিএনপি-জামায়াত : মায়া

দেশের উন্নয়নকে বিএনপি-জামায়াত রুখতে পারবে না বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। আজ বুধবার মাগুরার শ্রীপুরে সনাতন ধর্ম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিকেলে উপজেলার হাজরাতলা শংকর বেদান্ত ও মিশন মাঠে বিবেকানন্দের ৬৫তম জন্মতিথি উপলক্ষে সনাতন হিন্দুধর্ম সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, দেশ এগিয়ে যাচ্ছে। বর্তমানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষ শান্তিতে বসবাস করছে। আগামীতে শেখ হাসিনার নেতৃত্বেই নির্বাচন হবে বলে উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল জেলা রেজিস্ট্রার নৃপেন্দ্র নাথ শিকদার। অন্যদের মধ্যে বক্তব্য দেন ভারতের পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি দিলীপ ঘোষ এমএলএ, দিল্লি বিজেপির ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটির সদস্য অরুণ হালদার, মাগুরা-১ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) এ টি এম আবদুল ওহাব, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ সাইফুজ্জামান শিখর, জেলা প্রশাসক মুহ. মাহবুবর রহমান, পুলিশ সুপার মুহ. মুনিবুর রহমান প্রমুখ।