শিমুলিয়া-কাঁঠালবাড়ি ফেরিঘাট ১৫ জানুয়ারি চালু

মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে নতুন ‘ফেরি কুমিল্লা’য় নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খান। ছবি : এনটিভি
আগামী ১৫ জানুয়ারি শিমুলিয়া-কাঁঠালবাড়ি নতুন ফেরিঘাট চালু হবে বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খান।
আজ বৃহস্পতিবার দুপুরে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে ‘ফেরি কুমিল্লা’ নামের একটি ফেরির উদ্বোধনকালে নৌমন্ত্রী এ কথা বলেন।
এ সময় নৌমন্ত্রী বলেন, নতুন এই ফেরিঘাটটি চালু হলে এর দুই পাড়ের মধ্যে প্রায় সাত কিলোমিটার দূরত্ব কমে যাবে। ফলে সময় ও খরচ দুটোই সাশ্রয় হবে।
শাজাহান খান বলেন, এই রুটের যাত্রীদের শীতকালে কুয়াশায় দুর্ভোগে পড়তে হয়। যাত্রীদের দুর্ভোগ কমাতে এরই মধ্যে দুটি ফেরিতে রাডার স্থাপন করা হয়েছে। যা পর্যায়ক্রমে আরো বাড়ানো হবে।
এর আগে এক সুধী সমাবেশে অংশ নেন নৌমন্ত্রী শাজাহান খান।