সুন্দরবনে আগ্নেয়াস্ত্রসহ দুজন আটক
সুন্দরবনের করমজল এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ দুই ব্যক্তিকে আটক করেছে র্যাব ও কোস্টগার্ড। আজ সোমবার ভোরে তাদের আটক করা হয়।
কোস্টগার্ড পশ্চিম জোনের (মংলা) অপারেশন অফিসার লে. কমান্ডার এম আলাউদ্দিন নয়ন জানান, সোমবার ভোরে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের (মংলা) ঢাংমারী স্টেশনসংলগ্ন করমজল এলাকায় অভিযান চালান র্যাব-৬ ও কোস্টগার্ড সদস্যরা। এ সময় ওই এলাকা থেকে বনদস্যু সুমন বাহিনীর প্রধান সুমন (২৪) ও রবিউলকে (২২) আটক করা হয়। এ সময় আটক ব্যক্তিদের কাছ থেকে একটি শটগান, একটি এসএনজি, একটি এয়ারগান, একটি কাঠের তৈরি দেশি বন্দুক ও ৭৬টি গুলি উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি ও চাঁদাবাজির মামলা করার পর পুলিশের মাধ্যমে আদালতে পাঠানো হবে বলেও জানান অপারেশন অফিসার লে. কমান্ডার এম আলাউদ্দিন নয়ন।