সুন্দরবনে কাঁকড়া শিকারের অভিযোগে ৫৪ জেলে আটক
সুন্দরবনে অবৈধভাবে অনুপ্রবেশ ও নিষিদ্ধ মৌসুমে কাঁকড়া শিকারের অভিযোগে ৫৪ জেলেকে আটক করেছে কোস্টগার্ড। গতকাল সোমবার সন্ধ্যায় মরা পশুর নদীর কোকিলমণি এলাকা থেকে তাদের আটক করা হয়।
কোস্টগার্ড পশ্চিম জোনের (মংলা) জোনাল কমান্ডার কাজী মেহেদী মাসুদ জানান, বন বিভাগের কাছ থেকে কোনো ধরনের অনুমতি না নিয়ে অবৈধভাবে ইঞ্জিনচালিত নৌযান নিয়ে সুন্দরবনে প্রবেশ করে অর্ধশতাধিক জেলে। তারা বনের কোকিলমণি এলাকায় অবস্থান নিয়ে কাঁকড়া আহরণ করছিল।
প্রজনন মৌসুম চলায় আহরণের ক্ষেত্রে নিষিদ্ধ ঘোষণা থাকার পরও তারা ওই এলাকায় কাঁকড়া ধরছিল। এ কারণে সোমবার সন্ধ্যায় ওই এলাকায় অভিযান চালিয়ে কোস্টগার্ড সদস্যরা তাদের আটক করে।
আটকদের রাতেই বাগেরহাট পাঠানো হয়েছে। সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আটক জেলেদের বাড়ি খুলনার দাকোপ, চালনাসহ আশপাশের এলাকায়।
জানুয়ারি ও ফেব্রুয়ারি মাস হলো কাঁকড়ার প্রজজন মৌসুম। সে ক্ষেত্রে সুন্দরবনের নদী-খালে এ দুই মাস কাঁকড়া ধরা নিষেধ। এ ছাড়া সুন্দরবনের অভ্যন্তরে ইঞ্জিনচালিত নৌযান নিয়ে প্রবেশে বন বিভাগের নিষেধাজ্ঞা রয়েছে।