নদীর মাঝে যাত্রীবাহী লঞ্চে দুর্বৃত্তের আগুন

চাঁদপুরের মেঘনা নদীতে চলতে থাকা একটি লঞ্চে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে এমভি টুটুল নামে যাত্রীবাহী ওই লঞ্চের একটি কেবিন সম্পূর্ণ পুড়ে গেছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
আজ সোমবার সকাল সোয়া ১০টার দিকে লঞ্চটি চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার পরপরই এ ঘটনা ঘটে।
লঞ্চটির মাস্টার শাহজাহান জানান, পুড়ে যাওয়া ওই কেবিনের সামনে দুজন লোক আনাগোনা করছিল। আগুন লাগার পর তাদের আর খুঁজে পাওয়া যায়নি। যখন আগুন লাগে, তখন কেবিনটিতে যাত্রী ছিল। তবে তারা নিরাপদে বের হয়ে আসতে পেরেছে।
এ ঘটনার পর লঞ্চটি পার্শ্ববর্তী চরে নোঙর করা হয়। লঞ্চে থাকা লোকজনই আগুন নিয়ন্ত্রণে আনে। পরে এমভি বোগদাদিয়া নামে আরেকটি লঞ্চ এসে যাত্রীদের উদ্ধার করে নিয়ে যায় বলে জানান লঞ্চটির মাস্টার। সকাল ১০টার দিকে লঞ্চটি চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। লঞ্চটিতে দেড়শ যাত্রী ছিল বলে জানান তিনি।