মুন্সীগঞ্জে যুবক আটক, ইয়াবা জব্দ

মুন্সীগঞ্জের গজারিয়ায় মো. বাহার (৩২) নামের এক যুবককে আটক করা হয়েছে। পুলিশের দাবি, এ সময় তাঁর কাছ থেকে দেড় হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে।
আজ রোববার দুপুরে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাউশিয়ার উজান ভাটি হোটেলের সামনে থেকে বাহারকে আটক করে গজারিয়া হাইওয়ে পুলিশ।
আটক বাহার নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার কাদিরপুর গ্রামের মৃত আজিজুল হকের ছেলে।
গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা মো. হাসেম জানান, আজ দুপুরে বাউশিয়া এলাকার একটি হোটেলের সামনে থেকে বাহারকে আটক করা হয়েছে। তাঁর কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়েছে। তাঁর নামে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।