খুলনায় পাটগুদামে আগুন, পাশের ৫০ ঘরও পুড়ল

খুলনা নগরীতে একটি পাটের গুদামে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে সেখানে থাকা অধিকাংশ পাটই পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে আশপাশের আরো ৫০টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।
আজ বুধবার দুপুর দেড়টার দিকে নগরীর আড়ংঘাটা থানা এলাকার খুলনা-শাহপুর সড়কের পাশের পাটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গুদামটির মালিক সেলিম জুট ট্রেডিং। এর মালিক স্থানীয় শেখ সেলিম।
খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক ঘটনাস্থল থেকে জানান, খবর পেয়ে দৌলতপুর, খালিশপুর ও বয়রা ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। গুদামের আশপাশের ৫০টি বসতবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।
তবে আগুন লাগার কারণ সম্পর্কে জানাতে পারেনি ফায়ার সার্ভিস। বিকেল ৪টার দিকেও আগুন নেভানোর কাজ চলছিল।
স্থানীয় শ্রমিকরা জানান, গুদামে মূলত ছাঁটা পাট থেকে বেল তৈরি করা হয়। তাঁরা দুপুরে কাজ করছিলেন। হঠাৎ গুদামে আগুন লেগে যায়। আগুন লাগার খবর শুনে মালিক শেখ সেলিম অজ্ঞান হয়ে যান।