কক্সবাজারে পিকআপের চাপায় শ্রমিক লীগ নেতা নিহত

কক্সবাজারে শহরের কলাতলীর এই স্থানে আজ বৃহস্পতিবার দুপুরে পিকআপের চাপায় মোটরসাইকেল আরোহী শ্রমিক লীগ নেতা খোরশেদ আলম নিহত হন। পরে পুলিশ সদস্যরা এসে আলামত সংগ্রহ করেন। ছবি : এনটিভি
কক্সবাজারে পিকআপের চাপায় শ্রমিক লীগের এক নেতা নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে শহরের কলাতলীতে এ ঘটনা ঘটে।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত নেতার নাম খোরশেদ আলম। তিনি কক্সবাজার জেলা শ্রমিক লীগের শ্রমবিষয়ক সম্পাদক ও পিকআপ শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক ছিলেন।
ওসি জানান, আজ দুপুরে শ্রমিক লীগ নেতা খোরশেদ আলম মোটরসাইকেলে করে কলাতলী থেকে সদর থানার দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
এদিকে, এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেছেন শ্রমিক লীগের নেতাকর্মীরা। তারা প্রায় দেড় ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। পরে জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা এসে বিক্ষুব্ধ নেতাকর্মীদের শান্ত করেন এবং অবরোধ তুলে নেওয়া হয়।