রাজধানীতে বিপুল ভুয়া পাসপোর্টসহ দুজন গ্রেপ্তার
রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভুয়া পাসপোর্ট, সিলমোহরসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে মোহাম্মদপুরের পুরাতন রায়েরবাজারের আখড়া মন্দিরসংলগ্ন একটি বাড়ি থেকে ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে র্যাব-২-এর একটি দল।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রবিউল হাসান ওরফে রবিউল্লাহ (২৭) ও আবু বক্কর সিদ্দিক (২০)।
আজ শুক্রবার বিষয়টি নিশ্চিত করেন র্যাব-২-এর কমান্ডিং অফিসার (সিও) লেফটেন্যান্ট কর্নেল ইফতেখারুল মাবুদ।
ইফতেখারুল মাবুদ জানান, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ১৬১টি পাসপোর্ট, ১২টি পাসপোর্টের আবেদন ফরম, বিভিন্ন নামের ৫২টি পাসপোর্ট ডেলিভারি স্লিপ, ব্যাংক এশিয়ার ৪২ পাতা পাসপোর্ট ফি পেমেন্ট রিসিভ, ৯৮টি অফিস ফাইল, সাতটি দুই টাকা মূল্যের স্ট্যাম্প, ১০ পাতা লিখিত স্ট্যাম্প, ম্যাজিস্ট্রেটসহ বিভিন্ন কর্মকর্তার ৮৭টি সিলমোহর, দুটি ল্যাপটপ ও মাধ্যমিক পরীক্ষার সনদের ১০টি মূল কপি উদ্ধার করা হয়েছে। তাঁরা সাধারণ মানুষকে ভিসা দিয়ে বিদেশে নেওয়ার কথা বলে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিতেন।
র্যাবের এই কর্মকর্তা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রবিউল হাসান স্বীকার করেছেন, তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক শেষ করেছেন। এর পর বার কাউন্সিলে পরীক্ষা দেন। কিন্তু উত্তীর্ণ হননি। এর পরও তিনি নিজেকে আইনজীবী হিসেবে দাবি করেন।
জিজ্ঞাসাবাদে রবিউল আরো বলেন, শিক্ষার্থী ভিসাসহ বিভিন্ন ভিসার নাম করে বিদেশে লোক পাঠানোর কথা বলে পাসপোর্ট সংশোধনী, জন্মসনদ, চারিত্রিক সনদ, পুলিশ ছাড়পত্র, হলফনামা ইত্যাদি কাগজপত্র নিজেরাই তৈরি করতেন। আর এসব কাগজপত্র দেখিয়ে মানুষের কাছ থেকে বড় অঙ্কের টাকা হাতিয়ে নিতেন।
গ্রেপ্তার করা ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং চক্রের সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ইফতেখারুল মাবুদ।